সময় একটু ভাল হোক সব
দেনা শোধ করে দেবো, মাঠে
ফেলেছি ফসল ফসল কেটে
দেনা শোধ করে দেবো, একটু
সময়তো দেয়াই যায়, দিন না
একটু সময় বলছিতো সময়
ভাল হলে দেনাপাওনা দিয়ে
দেবো।
আমারও সময় ভাল হবে
তবেইনা ছেলেকে স্কুলে ভর্তি
করবো মেয়েটাকে একজন
ভাল ডাক্তার দেখাবো ওর
জ্বর কদিন থেকে কমছেইনা!
ফসল ফেলেছি মাঠে এবার
নিশ্চয়ই ভাল ফলন হবে।
সময় ভাল হলে বৌটাকে
লাল চুড়ি লাল ফিতা আর
একটা নাক ফুল কিনে
দেবো, এবার নিশ্চয়ই ভাল
ফসল ফলবে মাঠে, রোদে
বিষ্টিতে ভিজে দিনমান কাজ
করেছি মাঠে সেই আশায়
এবার ফসল ভাল হবে।
সময় ভাল হলে সময়কে
বদলিয়ে দেবো সাম্যের গান
আবার বেজে উঠবে প্রগতি
এগুবে স্বমহিমায় মানুষে
মানুষ আত্মার মিলন হবে
সুখে গান গাইবে সবাই,
এবার সময় ভালই হবে
ফসল যে ফেলেছি মাঠে।
____________
লালমনিরহাট
সন্ধ্যা: ৮টা ৩৫ মিঃ
০৮.০৩.২০২৪