শত অপেক্ষা শত স্বপ্ন
রাত আর দিনের ব্যবধান
বুঝে প্রেমিক বেশে কি হয়
লিখে শত কবিতা, মুগ্ধ মন
শারীরিক খেলা চুপচাপ সব
মেনে নিলে তবেইতো বলবে
প্রেমিকা, সত্যিই তুমি প্রেমিক
আমার সমস্ত খেলায়।
বিরহী কোকিল ডাকে বুকে
কোনে প্রেম জেগে উঠে,
যাযাবর প্রেম ফাঁকি দেয়
বারংবার তবুও প্রেমিক
সেজে অপেক্ষা, তুমি এসো
হে বিরহিণী মুগ্ধ কর সুন্দরে।
চোখে জল শুকিয়ে গেলে
প্রেম এসে যাযাবরের মতো
দেখাক চোখ রাঙানি
সে সব মেনে নিলে
তবু বলো হে প্রেমিকা
শুধুই কি প্রেম প্রেম খেলা।
_________
লালমনিরহাট
সন্ধ্যা: ৬টা ১৬মিঃ
১১.০৩.২০২৪