ভয় ভয়ানক ভয়ে চারপাশ
অন্ধকার যেন অমাবস্যা, সমস্ত
গিলে খায়, মুক্তবুদ্ধি সনাতনী চিন্তা এখানে তবে কি গৌণ?
প্রশ্ন এবং উত্তরে মিলিয়ে স্পর্ধা
দেখায় সেই পুরানো স্বত্বা,
ভয় আর অন্ধকার সবই মিলে সমান্তরাল যোগ যেন বিয়োগে,
মানুষ অন্ধ হলে অন্ধত্বই জয়ি
হবে একথা ভেবে নিলে পরাজিত
প্রজন্ম, জন্ম ও জন্মাগত স্বভাবে
বন্দি বন্দি খেলা এখানে পরাজয়
ছাড়া আর কিছু দেখা যায় কি?
_____________
লালমনিরহাট
০৪.০৮.২০২৪