দিনকে করে রাত জেগে থাকে
পুঁজিবাদী দল দেখায় লোভ!
যদি খেয়ে নিতে পারে
মূল্যবোধ,
তবুও-
কোথাও যেন আলো দেখা
যায়,
জেগে উঠে সবুজ মাঠ
ফসলি জমি, হাসি এখনো
আছে কৃষাণির
কৃষক একটু হলেও প্রশান্তি
খুঁজে পায় সবুজ মাঠের দিকে তাঁকিয়ে।