সবকিছু শেষে হয়নি
একটু অপেক্ষা, সময় বড়
সুসময় হলেও অপেক্ষা করুন, এখনো মঞ্চে আসেনি অভিনয় শিল্পীরা।
নাটক শুরু হলে কেউই হাততালি দেবেনা; আবার বলছি হাততালি নিষেধ, অপেক্ষা করুন নাটক শুরু হলে বলে।
প্রিয় দর্শকবৃন্দ প্রিয় ভাইবোনেরা নাটক! নাটক!! নাটক!!!
নাটক শুধু বিনোদন নয় নাটক সমাজ পরিবর্তনেও কঠিন ভূমিকা রাখে আপনারা আজই বুঝতে এবং দেখতে পাবেন।
সুসম্পর্ক সুসময় আনবে আজকের নাটক; নিশ্চিত থাকুন প্রিয় বন্ধুগন, ভাইবোনেরা, অপেক্ষা করুন একটু অপেক্ষা।
পর্দার আড়ালে এককাল লুকিয়ে ছিল যারা তারাই আজকের নাটকের শিল্পী যদিও সবাই আপনাদের প্রিয়জন; অপেক্ষা করুন আর একটু অপেক্ষা..
_____________
৩০.০৮.২০২৪