উন্মুক্ত দরজা কিন্তু বাতাস
আসবেনা এই ঘরে, দক্ষিণা
বারান্দা এখানে কেউ
বসেনি! বসবে কি করে
বাতাস এখানেও আসবেনা,
অভিমানী সবকিছু এইখানে
কেন কেউ আসেনা একথা
বলতে চেয়ে মানুষ খুঁজে
পাওয়াই যায়নি।
ঘর আছে শুধু নেই সংসার,
এখানে কেন কেউ নেই, নেই
আপন সংসার? অভিমানী
বাতাস আর মানুষ, সব দূরে
রয়ে যায় আপন ঠিকানায়
আসেনা! ঘর আছে আছে
তার দক্ষিণা বারান্দা, উন্মুক্ত
দরজা কিন্তু বাতাস আসেনা
এই ঘরে।
জীবন এসে থমকে যায়
মানুষ চলে যায় দূরে, এই
সংসার পরে থাকে একা!
আছে বিলাসী বাগান
অনিন্দ্যসুন্দর ফুল, নেই
ভ্রমর নেই পাখপাখালি, এ
কোন সংসার যেন সংসার
বিবাগী সবাই; উন্মুক্ত দরজা
কিন্তু বাতাস আসেনা এই
ঘরে।
________________
লালমনিরহাটে
০৯.০৬.২০২৪