অঢেল সময়
তবুও মনে হয় সময় নেই
ছুটি তবু যেন শেষ হয়বা ছুটে
চলা,
কখনো মনে হয় একা শুধুই
একা,
যদিও আমার কেউ আছে
বলে জানা নেই!
অঢেল সময়
তবুও সময় নেই,
শুধু নেই আর নেই।
গাড়ি নেই বাড়ি নেই সম্পদ
তাও নেই
যদিও আমার কি কিছু থাকতে
আছে; অঢেল সময় যেমন
সময় নেই প্রিয় মানুষ নেই
আত্মীয় পরম আত্মীয় তাই
যে নেই, সবার কি সব
থাকতে হবে নাকি।