সব ভালো তোমার জন্য থাক
উদাসীন বাতাসে উড়ে যাক সব কষ্ট,
ভাল থাকো তুমি, এই ভেবে
আমিও শুভাশিস জানাই
তুমি ভাল থেকো।
দূরে আছি থাকবো দূরেই
আসবো না তোমার কাছে
অবিনাশী প্রেমে রাঙাবো হৃদয়, তবু সব ভাল তোমারই
থাকুক, মুঠোভরা স্বপ্ন আর
দেখে কি লাভ বলো।