যদি ভুল হয় তবে ক্ষমা কর,
যদি অনুমতি দাও আমিও
সামিল হব দুঃস্বপ্নের তলে,
জীবন আকাশে নাই বা
উঠলো নতুন কোন সূর্য; যদি
অন্ধকারে রেখে তুমি
আলোকিত হতে চাও তবে
তাই হয়ে যাও, সব আলো
তোমার জন্য আলোয়
আলোয় ভরিয়ে দাও তোমার
অস্তিত্ব।
মানুষ তার প্রয়োজনে স্বপ্নের
পথে হেটে যায় অনন্ত পথের
শেষ প্রান্তে আর আমি না হয়
হেটে যেতে চাইলাম;
প্রয়োজন ফুরিয়ে গেছে সব
দোষ মেনে নিয়ে ফিয়ে যাই
যেখান থেকে শুরু করে
ছিলাম, তোমার পথ
অতিক্রম করে যেতে হবে না!
আসতে হবে না কোন
আলোতে অন্ধকার দূর
করতে হবে না আর কোন
অন্ধকার বড়ো বেশি প্রিয়
যখন আমি না হয় হেটে
যেতে থাকি অন্ধকারে।
আর কোন বসন্ত চাইবো না
তোমার কাছে, শ্রাবণ জলে
ভিজবো না কোন দিন
আত্মসুখী হতে চাই না তবুও
তুমি ভালো থেকো জয়ী হও,
আর কোন উৎসব
সাজাবো না প্রেমিক পুরুষ
সেজে, আমিও যেতে চাই না
তোমার কাছে, দুঃস্বপ্নের
মতো উচ্চারিত হবে না কবি
ও কবিতা।