নীলাঞ্জনা
গতরাতে যে স্বপ্নের বীজ
রোপন করেছি শুধু আজ
সেই সময়ের জন্য
তুমি আসবে বলেই কাল
রাতে উঠেছিল চাঁদ রুপালি
রঙ ছড়িয়ে এঁকেছিলো
আলপনা সমস্ত অরণ্যে
আমি মুগ্ধ হয়ে দেখেছি তার
অপরূপ।
নীলাঞ্জনা
তুমি আসবে বলেই চাঁদ
হয়তো সেজেছিল আর
সাজিয়েছিলো চারদিক!
এসো প্রিয়তমা,
এসো সুন্দরে চিরনতুন গানে,
জয় করি জীবন জীবন জয়ের
গানে, এসো হৃদয়ের
না বলা কথা আজ তোমাকে
বলি সংগোপনে।
_________
সম্পাদনা
লালমনিরহাট
৩০.১০.২০২৪