অনন্তকাল ধরেই মানুষ ভালোবাসার কাছে আবদ্ধ, ভালোবাসা অনাবিল আনন্দ আয়োজন যেখানে লুকিয়ে থাকে চিনন্তন বিশ্বাস, ভালোবাসা আসবে বলেই মানুষের সমস্ত অপেক্ষার অবসান।
ভালোবাসার বীজ বপন করেছিল মানুষ শুধু
সেই সময়ের জন্য, আসবে বলেই রাতে উঠে চাঁদ রুপালি রঙ ছড়িয়ে এঁকেছিলো আলপনা সমস্ত অরণ্যে মুগ্ধ হয়ে দেখেছে তার অপরূপ রূপ।
প্রেম আসবে বলেই চাঁদ হয়তো সেজেছিল আর সাজিয়েছিলো চারদিক!
আসে প্রিয়তমা নীলাম্বরী, এসো সুন্দরে এসো হৃদয়ের না বলা কথায় আজ প্রেম বলে প্রিয়জনকে সংগোপনে।।