আকাশকে ঢেকে রাখতে আর
কত মিথ্যাচার;
অন্ধত্ব মেনে নিয়ে কোন সে আঁধার চাপিয়ে দিচ্ছো? ভেবেছো
অন্ধকার জয়ী হবে?
অন্ধরা ভেবেই নিয়েছে আলো
আর আসবেনা;
অমাবস্যা গিলে খাবে চাঁদ আর
দিনের সূর্যটাকেও;
অন্ধকার যেখানে জয়ী হবে
সেখানেই আলোর জন্ম নেবে।

পাষাণ প্রাচীরে আবদ্ধ করে
শুক্লপক্ষকে ঢেকে দেবে কে?
শুভময় বিশ্বাস মুক্তবুদ্ধি আর
প্রগতি সবই নিজ ইচ্ছায়
উদ্ভাসিত, এখানে কাউকে গ্রহণ
করে কী? বিশ্বাসকে জ্বালিয়ে
দিতে অবিশ্বাস আবিষ্কার করবে
মানুষ তা গ্রহণ করতে পারে?
যারা বিশ্বাসকে অবিশ্বাসের কাছে
সঁপে দিতে চায় তাদের কি সত্যিই
মানুষ বলে।

__________
লালমনিরহাট
১৭.১০.২০২৪