বাড়িয়েছি হাত অন্ধকারে
ছুঁয়েছি সুখপানে; তুমিতো
অবিনাশী নীলাঞ্জনা, যার স্পর্শ
ছুয়ে যায় মন, প্রশান্তি খুঁজে
শরীর।
প্রথম দেখায় জাগিয়ে প্রেম
শুভময় অনুভূতিতে, ভালোবেসে
বাড়ালে হাত তৃষ্ণার্ত;
ছুঁয়ে দেই প্রশান্তি কামনায়-
আর তুমি তখন পুরো লজ্জাবতী!
অন্ধকারে ছুঁয়ে দিলে রক্তের
প্রগাঢ়তা স্পন্দিত হৃদয়ে
শুভাশিস ভালোবাসা, অন্ধকার
আর নীলাঞ্জনা সত্যিই
যেন শুধুই মুগ্ধতা।।

_________
সম্পাদনা
লালমনিরহাট
৩০.০৯.২০২৪