নীলাঞ্জনা
জীবন জয়ের গানে-
আহবান করেছি জয়ী হতে;
অবিনাশী প্রেম এবং সুখ ছুঁয়ে
গান গেয়ে ভালোবাসার দিনবদলের।

সারা দেয় বিমোহিত হয়ে প্রেম
আসে রাত যায় দিন,
কবিতার মতো স্পন্দিত হয়ে
আজ বিপ্লবী শুধু তোর জন্য।