তোমার সাথে দেখা হয়নি
কোনদিন তবু কেন এতো
চেনা তুমি! তোমার প্রাণবন্ত
হাসি আমাকে করেছে
কিশোর বয়সি প্রেমিকের
মত, তোমার কণ্ঠ শুনি যেন
তুমি চির আপন কেউ; তবে
কি আমার হৃদয় চুরি করছো
কিংবা আমাকে মাতিয়ে
দিয়েছে তোমার প্রাণবন্ত
হাসি? কতদূরে তুমি আমার
সীমানার বাইরে ছুতেও যে
পারিনা যদিও ছুঁয়ে দেখতে
ইচ্ছে জাগে মনে।
প্রেম যে অবিনাশী যাকে ছুঁয়ে
যায় সেই-ই বুঝে, আজ কেন
তোমাকেই ছুতে চায় মন!
প্রেমের সীমানায় নিয়ে আসে
তোমাকে, তুমি তবে কি
অবিনাশী যাকে দেখা যায়
যার কণ্ঠ শোনা যায় কিন্তু
ছুঁয়ে দেখা যায়না।
ভালবাসা সত্যি অন্যরকম
অনুভূতি সে শুধু অনুভবে
আসেনা বাস্তবেও এসে জয়
করে সমস্ত চাওয়া পাওয়া,
হ্যাঁ আমি তোমাকে বলছি
যদি কাছে আসতে ছুঁয়ে যদি
দিতে একটিবার, এই মন
যেন মরুময়, তোমার ছোঁয়ায়
মিটবে তৃষ্ণা যদি ছুঁয়ে দাও
প্রশান্তির বৃষ্টি হবে ভিজিয়ে
দেবে তোমাকে আমাকে।
তুমি কি আসবে আমার
সীমানায়? যদি আসো
কোনদিন দেখবে এখনো
অপেক্ষায় আছে তোমার পথ
চেয়ে একজন কবি যে শুধু
তোমার জয়গানে লিখে
প্রেমের অবিনাশী সব
কবিতা।












_____________
লালমনিরহাটে
১০.০৬.২০২৪