(অনুকবিতা)

কতটা সুখ নিয়ে সুখি হতে চাই
জীবনের কোন দুঃখের দিনে
ছিলে কি পাশে?
শুধু সুখ খুঁজে তুমি সুখি হতে পেরেছ কী?
সুখ আর দুঃখ মিলিয়েই জীবন
যেখানে তুমি একেবারেই
পরাজিত।