অথচ তুমি ফিরতে
চেয়েছিলে, সাম্যের গানে যে
মিছিল শুরু হলে তুমিও
থাকবে মিছিলে কিন্তু
তুমিতো এলেনা! তুমি
আসবে বলে কথা দিয়েছিলে
যে কথা রাখতে পারোনি।
বিপ্লব হবে বিপ্লব চিরনতুনে
গানে শ্লোগানে মুখরিত শহর
নগর গ্রাম, মিছিলে মিছিলে
প্রকম্পিত রাজপথ, শত
থেকে হাজার, হাজার থেকে
লক্ষ, সব মানুষ এসেছে শুধু
তুমি নেই! কিন্তু কেন?
আমার চোখ খুঁজে ফিরে
তোমাকেই, কোথায় তুমি।
চেতনাসম্পাদন সব মানুষ
আজ মিলিত হয়েছে মুক্তির
ডাকে অপেক্ষা শুধু তোমার
তুমি আসবে অপেক্ষা, শাশ্বত
শান্তি এই আহবান সবাইকে
করেছে দীপ্তভাবে শুধু নেই!
অপেক্ষা তোমার তুমি
আসবে বলে।