স্পর্শে চমকে উঠে মন
এইযে তোমার ছোঁয়া
রক্তে লাগাও আগুন
কামনা জাগে শরীরে
শুধু তুমি ছুঁয়ে দিলে।
অনুভূতি আজ অন্যরকম
চাওয়া পাওয়া গুলো
চলে আসে সামনা সামনি
তুমি ছুঁলেই যে রক্তে লাগে
আগুন।
যদি ছুঁয়ে দাও শরীর মন
আমিও প্রেমিক হব
ছুঁয়ে নেব অবিনাশী প্রেম
তুমি ছুঁলেই জয়ী হয় মন
আর ভালোবাসা।
____________
লালমনিরহাট
২১.০২.২০২৪