নীলাঞ্জনা
তুমি হাসো তোমার হাসির শব্দ যদিও শুনি মুঠোফোনে; সে শব্দ মোহিত করে মন শরীর চিত্ত নেচে উঠে অবিরত যেন বসন্ত বাতাস দোলা দেয়,
ভালোবাসা অনাবিল আনন্দ মিলিয়ে প্রশান্তি খুজে সেও তোমার হাসিতেই, দূর থেকে ভেসে আসা শব্দে জেগেছে মন অনিন্দ্যসুন্দরে।
________
০৯.১০.২০২৪
মহাখালী,
ঢাকা