#অনুকবিতা
এক.
শিশির চুষে নিল লাবণ্যবতী
সিক্ত হতে খুঁজে পায় প্রশান্তি,
একটু আগেও কামনারা
মেতে ছিল রক্তে এখন শান্ত
যেন ঘিরে আছে সমস্ত।
দুই.
ছুঁয়ে শরীর তারপর তার চলে
যাওয়ায় গায়ে লাগে বাতাস
মুগ্ধতা জড়িয়ে সপে দিল মন
তবু মুখে বলি প্রশান্তি আসুক
ছুঁয়ে তোমারিই জায়গান।