নীলাঞ্জনা
স্বার্থপর হতে চাইনি যদিও হতে পারিনি; এভাবেই জীবনকে উপভোগ করতে চাই, প্রেম ও স্বপ্নময়ী বিশ্বাস ভালোবাসা জড়িয়ে রাখুক-
সমাজ-দেশ-মানুষ আর প্রান্তিকতায় মিশে একাকার হোক মানবতা, মুক্ত চিন্তা মুক্তবুদ্ধির জয় হোক জয়ী হোক জীবন সাম্যের চির আনন্দে।

নীলাঞ্জনা
অভিযোগ নেই অভিমানও নেই একাধিক স্বপ্নে বিভোর হয়ে নয়, ছোট ছোট স্বপ্নকে জোড়া লাগিয়ে একটা প্রগাঢ় স্বপ্ন দেখতে চাই- এখানে স্বপ্নময়ী বিশ্বাস ভালোবাসায় যূথবদ্ধ হয়ে আবিষ্কার করবে মানুষ যে মানুষ জয় করতে মানবতা নিংড়ে দেবে প্রেম চির কল্যাণে।

নীলাঞ্জনা
অবিনাশী গান প্রাণে আনে প্রাণ সেই গানে এসো মেলাই সুর মুক্তির আনন্দে খুঁজে নেয় আত্মবিশ্বাস, তুমিও এসো এই জীবন জয়ের গানে দুজনই মেলাতে সুর জয় করতে জীবন আর মৃত্যু মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে সম্মিলিত উচ্চারিত শব্দে কাঁপিয়ে দেশ জনপদ আর এই পৃথিবী।

_______
১৪.১০.২০২৪
আশকোনা
দক্ষিণখান,
ঢাকা-১২৩০