প্রয়োজন ফুরিয়ে গেলো পর
হল প্রিয়জন যে আপন ছিল
তবে? আসলেই প্রয়োজন
নিয়েই আপন সাজে সময়ের
আবদ্ধে, যেন নিয়ম হয়ে
দাঁড়ায় সব সময় এবং
প্রয়োজন।
বদলে যায় সময়ের
প্রয়োজনে আপন আপন
ভেবে যাকে দিয়েছো উজাড়
করে সব সে তবে আপন নয়,
এসেছিল প্রয়োজনে মিছে
মায়া মিছে আপন করে ভাবা
সবই দারুণ ছলনায় জড়িয়ে
বড় হয়ে দাঁড়ায় প্রয়োজন।
গ্রহণ করে নিজের চাহিদা
দূরে দেয় তাড়িয়ে মুখ্য
যেখানে নিজ প্রয়োজন ভেবে
দেখো মহাজন আপনকে
করে পর কে তোমার
প্রিয়জন, সময় যে বদলিয়ে
দেয় যখন তোমার প্রয়োজন;
ভুল ভেবে দূরে গেলে সেই
ছিল চির যে আপন।