লুকোচুরির এইযে খেলা এখানে পরাজিত
মানুষ, পরাজিত বিবেক, ঘরের কোণে
টিভিতে পক্ষ-বিপক্ষ লড়াই, একদল
মানুষের হাতে তালি, আসলে লুকোচুরি
খেলা! মানুষ আর মানুষে।

পক্ষ-বিপক্ষ সবদিক সামনে পেছনে,
লুকানো মুখে অট্টহাসিতে দল ও দলে,
সাধারণের কথার নেই নিশ্চয়তা, নেই অন্ন
বস্ত্র বাসস্থান, একদল মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত!
অন্যদিকে তাকাবার সময় নেই কার ও-ই,
মানুষ প্রকৃত মানুষ আজ কোথায়।

মানুষ মেনে নেয় মুখ লুকায় কালো কাপড়ে,
একদল মানুষ হাসে সমস্বর তবুতো
লুকোচুরি, খেয়ে না খেয়ে রাস্তায় বিজয়
মিছিল, মানুষ হাসে আবার হাসায়ও মানুষ
এসবই সত্যিই লুকোচুরি।



________
প্রথম প্রকাশ
২০.০১.২০২৪
সম্পাদনা
২০.০১.২০২৫
লালমনিরহাট।