(সাংস্কৃতিকজন সুষ্মিতা রায়কে নিবেদন)
সেকল ছেঁড়া কয়েদির মত
ছুটে যাই তোমার কাছে যদি
জয় করি যদি স্বপ্নে আঁকি
স্বপ্ন।
আমিও ডাকাত হবো কোন
এক সুপূর্ণিমা রাতে লুট
করতে তোমার সমস্ত।
স্রোতহীন নদী নয় শ্রাবণ
জলে লুটোপুটি খাওয়া নদীর
মতো আকুল পাড়া এই
পোড়া মন তুমিতো আমার
শ্রাবণ জল, যে জলে সাতার
কাটে প্রেম।
_______
০৮.০২.২০২৪