অভিমানে যদি লুকিরে রাখো
নিজেকে তবে নিজেকেই
বঞ্চিত করবে তুমি, অভিমান
সব বিষয়ে ভাল নাও হতে
পারে, যদি লুকিরে রাখো
নিজেকে তবে আসবে কি করে শুভদিন, সমাজও সংসারে এখন শুভদিন খুবই গুরুত্বপূর্ণ।

জীবনকে জয় করতে দরকার সংগ্রাম; আর সংগ্রামের সংগ্রামে মিশে থাকাকেই জীবন বলে জীবন যে সুন্দর, জীবন সংগ্রামীও, যদি জয় করতে করতে সবকিছু তবে
নেমে এসো সংগ্রামে তবেইনা
তুমি জয়ী হবে।

শাশ্বত শান্তি চাও যুদ্ধে নেমে যাও নিজেকে লুকিয়ে থেকে লাভ কি বলো? সাম্যের চির আনন্দ গানে মেলাও সুর নিশ্চয়ই-
তুমিই জয়ী হবে, লুকিয়ে
থেকো না এবার বাইরে এসো
সূর্যের আলো লাগাও তোমার
শরীরে তেজোদৃপ্ত হও
সংগ্রামীই সুন্দর সংগ্রামীই
সত্যি এগিয়ে যাও সাম্যের পথ ধরে।

________________
সম্পাদনা
লালমনিরহাট
২৪.০৯.২০২৪