এখনো প্রাণের স্পন্দন
স্পন্দিত বুকে করে চিৎকার
শুনতে পাও সেই আওয়াজ
ত্রিশ লক্ষ প্রাণের চিৎকার আর দু'লক্ষ মা বোনের সম্ভব হারানোর বেদনা।
উনিশ শত একাত্তর
শতবছরের আত্মত্যাগ নিঃস্বার্থ দেশপ্রেম আর লাঞ্চ না বঞ্চনা ক্ষোভ বিক্ষোভে জেগে উঠা বাঙালির মহা অর্জন।
যা-ই বলোনা কেন বাঙলা আর বাঙালির সুখ দুঃখ মিলিত প্রকাশ আমাদের একাত্তর
সব ভুলে গেলে পরাজয় তোমাকেই চিহ্ন এঁকে দেবে কপালে; যে চিহ্ন মিলিয়ে দেবে রক্তমাখা তিলক।




________
লালমনিরহাটে
০৩.০৯.২০৪