ভালোবাসা কী চিরস্থায়ী,
যদি প্রশ্ন করি? আবার
ভালোবাসা অনুভূত হয়
হৃদয়ে সেখানে স্বপ্ন থাকে
প্রগাঢ় প্রেমের অপর নামই
ভালোবাসা।
এখানে যে কেউ সেই সময়ে
পরাজিত হয় ভালোবাসার
কাছে, ভালোবাসা আসে
বসন্ত বেশে এটাইতো নিয়ম,
অবিনাশী প্রেম তার চিরন্তন
সত্য উপলব্ধি নামই
ভালোবাসা।
এখানে আবার হৃদয় একটা
হয়েও আকুতি আসে
বারবার! ভালোবাসার কাছে
পরাজিত হবে সে কি নিজেই
জানে? তাহলে মানুষ একটা
আবার হৃদয়ও একটা কিন্তু
ভালোবাসা অনেক রঙের।
____________
সম্পাদনা
২৯.০১.২০২৪