(কবি ও সাংস্কৃতিকজন
কামনা ভট্টাচার্যকে নিবেদন)

নীলাঞ্জনা
ইংরেজি শব্দে যদিও
আমার কোন প্রবলেম নেই কিন্তু
বাঙলা আর বাঙালি এই নিয়েই
যেন বসবাস, হ্যাঁ সত্যিই রিসেট-
বাটন টিপে তুমি এবং তোমাকে
ডিলিট করে দিলাম; কেন রিসেট-বাটন চাপতেই হলো আমাকে এর
উত্তর জানবার চেষ্টা করবেনা বলে দিলুম।

ভালোবাসা কী সত্যিই রিসেট-বাটন টিপে ডিলিট করা যায়?
জানি প্রশ্নের জন্ম হবে প্রতিমুহূর্তে
কিন্তু তুমি কি দেবে? অনন্ত-
বিশ্বাস জাগিয়েছে প্রেম তাকে কি
করে প্রশ্নের আবদ্ধে বন্দি করছি
এটিও জানতে চাইবেনা প্লিজ:
বলে দিলুন।

তুমি এবং তোমার অবস্থান জুড়ে
পূর্ণিমার প্রগাঢ় জ্যোৎস্না আর
অরণ্য জুড়ে  ফুটেছিল ফুল
জ্যোৎস্নার প্লাবনে রাতজাগা
পাখি জোনাকি যদিও দেখা
যাচ্ছে না এই মুহূর্তে তবুও
রিসেট-বাটন টিপ দিয়ে সব
প্রেমময় অনুভূতি ডিলিট হলো
আজ থেকে।

এখানে আমি একা আর আজ
রাতের সুপূর্ণিমাকে স্বাক্ষী রেখে
তোমাকেই বলছি: আর কোন
কবি লিখবেনা কবিতা তোমার
জন্যে; রাতজাগা পাখি হয়ে কোন
লাভ আছে কী? কিংবা কবি?

কবি ও কবিতা মাঝে তুমি
নীলাঞ্জনা, এসব ভেবে কেন যে
কবিতার জন্ম হয়! জন্ম
প্রশ্নের কিন্তু উত্তর জানা আছে
কি কারও? রিসেট-বাটন টিপে
সব ডিলিট করে দিয়েই বুঝলুন
প্রেমটা সত্যিই ডিলিট হলো নাকি
আর একটা কবিতার জন্ম হলো
একটু বুঝতে চাইছিলাম৷




___________≠
জামাই বাজার, টঙ্গি,
গাজীপুর।