সময় ভালো হলে-
আমি না হয় কবি হব,
লিখব অবিনাশী কবিতা
তোমাকে নিয়ে, ভালবাসায়
ভরিয়ে এনে দিবো, একমুঠো
রোদ্দুর রাঙিয়ে উষ্ণ
আলিঙ্গন।
সময় ভাল হলে-
তোমার আকাশে সাদা
মেঘ হব উড়ে বেড়াব তোমার
সমস্ত আকাশ, মিশে থাকব
শুধু তোমাতেই শুধু
ভালবেসে।
সময় ভাল হলে-
রূপালি রাতে চাঁদের
জ্যোৎস্নায় অবগাহন করব
দুজন, সমস্ত রাত কাটবে
নিবিড় আলিঙ্গনে।
সময় ভালো হলে-
ছোট ছোট স্বপ্নগুলো জুড়ে
আমরাও সাজাবো স্বপ্ন
যেখানে মিলিত হবে প্রেম
স্বপ্নিল পথে ধাবিত আমরা
দুজন, নিশ্চয়ই আসবে সেই
সময় আমরা যে সময় ভালো
হওয়ার অপেক্ষায়।