সুতৃষ্ণা
এইযে তোমাকে ছুঁয়ে দেই
আমার হাত-,
ভাবতেই পার তুমি
আমি ভিখারি হয়ে বাড়িয়েছি হাত!
রাজা ভাবিনি নিজেকে তবে
তুমি কিন্তু আমার হৃদয়ের
রাজ্যে তুমিই রাণী।
অনুভবে আসো বারবার-
একবার না হয় বাস্তবে এসেই
দেখো, ছুঁয়ে দেখো আমায়
পূর্ণতা পেয়ে যাবে।
__________
লালমনিরহাট
২১.০৩.২০২৪