সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখার
অনবদ্য ইচ্ছা রয়ে যায়
বুকের ভেতর, সবুজ স্বপ্ন
গুলো পুড়ে যায় তপ্ত রোদে।
ভালোবাসা এ যে অনাবিল
পাওয়া যার কোন শেষ নেই!
তবুও স্বপ্ন আসে আসে
ভালোবাসা, জীবনতো
এমনই রোদ-বৃষ্টির খেলা
পুড়ে গেলেও রয়ে যায় স্বপ্ন
আর স্বপ্ন আছে বলেই
এগিয়ে যায় জীবন।