(অনু কবিতা)

নীলাঞ্জনা
স্পর্শে লজ্জাবতী হলে পুড়ে
মন ছুঁয়ে শরীর, স্পর্শে পুড়ে
যায় মন আর তখন নুয়ে
পড়া লজ্জাবতী, ভালবাসা
ছুঁয়ে যায় রক্তে লাগে আগুন
তুমি ছুঁয়ে দিলে জাগে
প্রশান্তি।