সবুজগুলো স্বপ্ন পুড়ে যায়
তপ্ত রোদে তবুও মনের
ভেতর রয়ে যায় বীজ,
ভালবাসা অনাবিল অজানা
এখানে নিশ্চিত দুঃখ এবং
কষ্ট, এখানে স্বপ্ন নেই নেই
কোন সুখ।
অবিনাশী প্রেমে রাঙাবো না
কোন স্বপ্ন তুমিও এসোনা
এখানে এসে বা লাভ কি?
সবুজ স্বপ্নগুলো পুড়ে গেছে
যা ছিল মনের কোণে এখন
তাও নেই, স্বপ্ন পুড়ে গেলে
কিছু আর থাকে।