(সুবর্ণা কুণ্ডুকে নিবেদন)

দেখা হয়নি কাছাকাছি তবুও
যেন রয়েছো কাছেই, এইতো
কাছে এইতো আছো, তুমি
সত্যিই প্রত্যাশিত অনুভব
করলেই পাশে মিছে থাকো।

দূরে থেকেও যে আসে আসা
যায় ভড়িরে দেয়া যায়
অবিনাশী ভালোবাসায় তুমি
ঠিক তেমনিই, দূরে থাকো
তবুও রয়েছো পাশে।

দেখা হয়নি তাতে কি
অনুভবে অনুপ্রাণিত করছো
মুগ্ধতায় মিশে প্রগাঢ় প্রশান্তি
ছুঁয়ে দেয় হৃদয়, ভালোবাসা
বুঝি এমনিই দূরে থেকে
তৈরি করছো সব চাওয়া
পাওয়ায়।