রাত শেষ হয়ে যায় আসে
দিন এলোমেলো হাওয়া
ছড়িয়ে কুয়াশার চাদরে
ঢেকে থাকা এই শহরে তুমিই
প্রথম অতিথি, চমকে
উঠলাম তোমাকে প্রথম দেখায়!
আজই প্রথম দেখা অথচ
মনে হয় কত চেনা, কতদিন
আগে থেকে তোমাকে চিনি
জানি।
আজ যে সূর্য উঠেছে দিতে
আলো মনে হচ্ছে আলোটা
একটু বেশি তোমার জন্য
মিষ্টি রোদে আরও বেশি
উজ্জ্বল তুমি রাঙিয়ে দিচ্ছো
চারপাশ আর আমার
মনটাকেও রাঙাচ্ছো নতুন
আবিরে, অনিন্দ্যসুন্দর
মুগ্ধতা ভরা চারপাশ।
চমৎকার করে কথা বলছো
তুমি আর আমি মনোমুগ্ধ
শ্রোতার মত শুনে যাচ্ছি
অবিরত, কি মায়া ভরা তুমি
সত্যিই মায়াবী তুমি, চেয়ে
থাকি তোমার দিকে মনে মনে
বলছি তুমি প্রথম অতিথি
আমার, এই শহর এই
ভালোবাসার শহর।
প্রথম দেখায় মুগ্ধতা ছড়িয়ে
দিয়ে জয় করছো আমাকে
আর আমি চেয়ে দেখি হে
প্রথম অতিথি জয় আমার
করলে সমস্ত, তুমি এলে বুঝি
এ শহরে অধির অপেক্ষায়
ছিল তোমার জন্য তাইতো
তোমাকে স্বাগতম এই নতুন
শহরে।
_________
সম্পাদনা
০৯.০১.২০২৪