ছুঁয়েছো তুমি
শিল্পের সবটুকু ছুঁয়ে
ছুঁয়েছি আমি
লাবণ্যময় রূপ তোমার
চোখে চোখ রেখে
ছুঁয়েছে হৃদয়,
আজ ভালোবাসা এখানেই
জয়ি হয়ে যায়।


ছুঁয়ে দেই তোমার
প্রেমময় অনুভূতিতে
আবেশ মাখা স্পর্শে
ছুঁয়েছি তোমার আজ
পরম সোহাগে
যেখানে আজ জয়ী
ভালোবাসা।


ছুঁয়েছে শরীর
রক্তে লাগিয়ে আগুন
ভালবাসার ছোঁয়ায়
কামনা ছড়িয়ে
প্রশান্তিতে লুকাই মুখ
শরীরে শরীরে ভালবাসার
মাতাল গন্ধে।



______________
সম্পাদনা
২৫.০১.২০২৪