উৎসর্গ: বীথিকা হাজরা
বড় বেশি অভিমানী তুমি
অভিমান ভুলে এসো-
কবি ও কবিতা তোমায়
ডাকছে, রূপালী চাঁদের
আলোয় অবগাহন করে
দেখো প্রশান্তি ছুঁয়ে যাবে
তোমার।
অভিমান ভুলে এসো-
কবি ও কবিতার সম্মিলিত
উচ্চারণে তোমার প্রাণবন্ত
উৎসবমুখর উপস্থিতি বেশি
প্রয়োজন ফিরে এসো।
অবিনাশী প্রেমময় বোধের
জাগরণে যে স্বপ্ন দেখে ছিল
কবি ও কবিতা
যে স্বপ্নের বীজ তুমিই
বপন করেছিলে।
তোমার
দেয়া স্বপ্ন বুকে নিয়ে
এখনো স্বপ্ন দেখে একজন
মানুষ, একজন কবি এবং
তার কবিতারা।