মনমাধুরী ভেজা শাড়িতে
লুকিয়ে শরীরের প্রতিটি
ভাজ এখানে লুকায়িত
জড়িয়ে ভালবাসা, কামুক
ঘামে আজ ঝরুক আগাম
বৃষ্টি প্রশান্তি ছুঁয়ে যাক মন ও
শরীর।

_______
অনুকবিতা