চুপচাপ নয় প্রকাশ্যে
মুখগুলো চেনাজানা,
এখন কি অন্ধকার
কি সে আলোর কারবার!
নীতিমালা কি সে রীতি
সকল যে তার ক্ষতি;
আপোষ নয় সংগ্রাম
মধ্যে রাতের মহা আরাম
চল চল চলি পথে
দেখে যদি পাছে লোকে!
রাজা আছেন প্রজা নেই
তাতে কি লাজ সরম
নিয়ে নে দিয়ে দে
যা খুঁজে তা পাসনে
পক্ষের আবার বিপক্ষ
দেখিয়ে দে বাবা তন্ত্র।