বারবার এসে ফিরে যাও
তবুও ঝড় হৃদয়ে অবিরাম,
সৃষ্টির আলপনায় তোমাকে
আঁকি হৃদয় মন্দিরে,
অবিনাশী প্রেম ভালোবাসা
সবই লুকিয়ে রেখে
কখনো মেঘ কখনো বৃষ্টি
রক্তের প্রগাঢ় স্পন্দন ধ্বনি
আমি কি চেয়েছি?
ফিরে যাও কষ্ট বললেও সে
ফিরে যায়না।
কষ্টগুলো নিজের করে রাখি
তুমিও দূরে রাখে দূরে থাকো
সত্যিই বলছি রক্তের প্রগাঢ়
স্পন্দন ধ্বনি আমি চাইনা।

_________
লালমনিরহাট
০২.০৩.২০২৪
সন্ধ্যা: ৭টা ৪০ মিঃ