ইলোরা
সম্পর্ক কিংবা ভালোবাসা
যার কোন নামই হয়তো হয়না হবেওনা-
কোনদিন, তবুও একটা অনুভূতি যেন ঘিরে
আছে চারপাশ,
যেমন তোমার আমার দুজনের সম্পর্কের নাম সত্যিই নেই! আমাদের চাওয়া কিংবা
পাওয়াও নেই; এভাবেই কতগুলো দিন,
মাস, বছর জীবন থেকে চলে গেলো অথচ
সম্পর্কের নাম পরিচয় আছে কী?
তোমার শহরে ছুটে গিয়েছি শুধু তোমার
দেখবো বলে, আমাদের দেখা প্রথম
অন্যরকম অনুভূতি কাজ করছিল তোমার
দেখা হবে বলে; সম্পর্ক ভালোবাসা এগুলো
কি আমাদের ছিলো? প্রশ্ন করে আজও উত্তর
পাইনি।
আমাদের চাওয়া পাওয়া হিসেবে মেলাতে
কেটে গিয়েছে কতগুলো দিন কতগুলো বছর
মনে আছে তোমার? তেইশ বছর হয়ে গেছে
কিন্তু আমাদের চাওয়া পাওয়া গুলো এখনো
কি আছে?
ভালোবাসা ছুঁয়ে দেয়নি আর সম্পর্ক যার
নামও নেই; পরিচয়হীন রয়ে গেলো তাইনা?
_________
লালমনিরহাট।
২২.০১.২০২৫