নীলাঞ্জনা
দূরে গেলেই যদি ভালোবাসা মরে যায় যদি অমাবস্যা গিলে পূর্ণ চাঁদটা তবে তুমি দূরেই থেকো; অনিন্দ্যসুন্দরে পরাজিত হতে ফিরে আসে প্রেম, আমি বলি পরাজিত সেও প্রেমের কাছে।
নীলাঞ্জনা
অবিনাশী গান যে গানে বেধেছি সুর আর সেই গান আমাদের প্রেমের জয়গাগে, দূরে গেলেই যদি পরাজিত হতো প্রেম তবে আমি কৃষ্ণ হয়ে না হয় তোমার অপেক্ষায় বাঁশি বাজিয়ে অপেক্ষা রব।
নীলাঞ্জনা
অপেক্ষা স্বপ্ন দেখায় আমিও তার সাথে বেধেছি ঘরসংসার যেখানে তোমার হাসিমাখা মুখ ছবি আমাকেই আবিষ্কার করে প্রতিমুহূর্তে, এখনো তোমার
স্বপ্নে নিজেকে রাঙাই।
._______
লালমনিরহাট।
২৩.১০.২০২৪