(সালমা নিপুণকে নিবেদন)

তোমার কণ্ঠ শুনে তৃষ্ণা মেটাই,
ঠিক ঘাস মেটায় শিশির থেকে
সব তৃষ্ণা; তুমি রাসপূর্ণিমার
জ্যোৎস্না আলোকময় রাত-
ভিজিয়ে দাও প্রেমময়
অবগাহনে।

তোমার কণ্ঠ শুনে-
অপরূপ নীলিমায় বসে থাকা
কোকিল সুরের মূর্ছনা,
ভালোবাসা গানে শান্তি হৃদয়ের
অবিলাশী বিশ্বাস।

তুমি প্রগাঢ়তা আমার রক্তের প্রতিটি কণায়; দিবসে কিংবা
গোধুলীর শেষে ফিরে আসে তোমারি প্রগাঢ় কণ্ঠ, আনন্দ চিত্ত মাঝে বেজে ওঠে গান-
ভালোবাসার জয়গানে।

___________
শিববাটি,
বগুড়া
২১.১১.২০২৪