ইচ্ছেরা
মরে যায়
লুট হলো শেষরাতের সাহসী স্বপ্নগুলো;
ডাকাত দল লুটে নিল সব, অট্টহাসি মূর্খের লুট হোক স্বপ্ন কিংবা মনুষ্য,
প্রেমিক
ডাকাত হলে জয়ী হয় প্রেম
এবং প্রেমিকা,
লুটেরা আর ডাকাত
মাঝখানে প্রেম-
পরাজিত কে
প্রেম নাকি প্রেমিকা।
---------
সম্পাদনা
লালমনিরহাট
১২.০৮.২০২৪