দুটি কবিতা
উৎসর্গ: সালমা নুপুর
এক.
নীলাঞ্জনা
শেষ বিকেলের সূর্যটাকে
দেখেছো কী;কিংবা গোধুলিতে
সূর্যটাকে? সারাদিন উষ্ণতা দিয়ে মিলিয়ে যায় আকাশে, তুমিও সূর্য হও-দিবসের প্রথম সূর্য আমার
আকাশে, আকাশ যেমন মেঘের
সাথে চুটিয়ে রাখে প্রেম তুমিও
তেমনি প্রেমিকা হও আর আমি
হই প্রেমিক তোমার বিপ্লবী।
দুই.
নীলাঞ্জনা
মিলিত উচ্চারণ হোক বিপ্লবের
সাম্যের গানে মেলে ধরুন প্রাণ-
প্রকৃতি, প্রান্তিক মানুষ, মানুষের
জন্য চাই বিপ্লব সাম্যের চির-
আনন্দে, জীবনকে জয়ের-
আনন্দ উপভোগের আয়োজন
তুমি করে দেখো, সেখানেও বিপ্লব তোমার চাই-ই।।
__________
০৩.১১.২০২৪
শিমুলবাড়ি
ফুলবাড়ি,
কুড়িগ্রাম।