তুমি লুকিয়ে গেলে জয়ী হয়
অভিমান,
যদি ভুল বুঝে অভিমানী হও
তবে মেনে নেবো সব
অভিমান, ভুল বুঝে দূরে
গেলে পরাজিত হয়
ভালোবাসা দূরে চলে যায়,
কেন ভুল বুঝলে?
কি করে বদলে যায় মানুষ
প্রেমহীন প্রেমে!
ভালোবাসা অবিনাশী এখানে
ভুল বুঝলে বড় ভুল হয়।

________
সম্পাদনা
০৮.০৫.২০২৪