ভালবাসার রঙ কি স্থায়ী
কিংবা তার নতুন কিছু
আবরণ; এই ভেবে মিছে
কেন ভয়ে কেঁপে উঠেছিল
শরীর, শরীরে শরীরে বিষাক্ত
জল পড়েছিল কেন?
লুকিয়ে চাঁদ দেখে আলোর
মর্ম বুঝবে কি বুঝা যায়।
প্রেমিকা আসে স্বপ্নিল রাতে
সাহসী স্বপ্নে, সাহসী প্রেমিক
ডুবে জল খেলে মরে কি
বাঁচে কিন্তু তার স্বপ্ন যে
দেখতেই হবে! ছুঁয়েছে প্রেম
সে যে অবিনাশী যার ছোঁয়ায়
কেঁপে উঠবেই প্রেমিকা, প্রেম
যে অবিনাশী।
____________
সম্পাদনা
লালমনিরহাট
২৫.০৫.২০২৪