কখনো আসো তুমি
প্রগাঢ় বিশ্বাসে
ভালোবেসে জীবনকে
আন্দোলিত করতে,
আমি পরাজিত তোমার
ভালোবাসায়!
হঠাৎ করে পাওয়া
হঠাৎ করে চলে যাওয়া
এখানে প্রাপ্তি বলে কিছু কি
থাকে নীলাঞ্জনা।






__________
সম্পাদনা
১৮.০২.২০২৪