লুকিয়ে রেখেছি নিজেকে
চোখটাও রেখেছি বন্ধ না
কেউকে দেখছিনা কেউ
আসেনি এখানে! আমি
দেখতে পাইনি আসলে
দেখবো কি করে চোখ যে
বন্ধ, না এখানে তুমিও
এসোনা এসেই বা করবেটা
কি? লুকিয়ে রেখেছি
নিজেকে।
মাঝেমাঝে লুকিয়ে থাকতে
হয় মুখ লুকাই চোখ বন্ধ করি
সবাইতো লুকিয়ে থাকে সেটি
নিজেদের অস্তিত্বটাও;
লজ্জাহীন মানুষ বিবেকহীন
মানুষ আমরা তাই লুকিরে
থাকাই স্বভাব বলতে গেলে
পরম্পরা অভ্যাস।