নীলাঞ্জনা
ভালোবাসা যদি অপরাধ হয়
তাহলে সেই অপরাধ
বারবার করতে চাই, প্রেমময় অবগাহন
নিদারুণ সব কষ্ট ভুলে,
ভালোবাসা সে এক অনাবিল
পাওয়া তার কাছেই
শিখেছি যতটা শিখিয়ে দেয় অনাবিল সুখ
আত্মবিশ্বাস, শাশ্বত শান্তি
অবিনাশী প্রেম যেখানে
লুকায়িত চিরন্তনের গান
আর সেই ভালোবাসা যার কাছে বারবার
পরাজিত হতে চাই।